হোস্টেলে বা ছাত্রাবাসে আসনের জন্য আবেদন পত্র
হোস্টেলে বা ছাত্রাবাসে আসনের জন্য প্রধান শিক্ষক বা অধ্যক্ষের কাছে আবেদন :-
তারিখ :২৭/০৯/২০১৯
বরাবর
প্রধান শিক্ষক
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
সদর, কক্সবাজার।
বিষয়: ছাত্রাবাসে আসনের জন্য আবেদন।
বিষয়: ছাত্রাবাসে আসনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যলয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র হই।আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, যার কারণে কিছুদিন আগে তাকে অন্যত্র বদলি করা হয়।ফলে আমার পুরো পরিবারকে সেখানে চলে যেতে হচ্ছে।তাছাড়া বিদ্যায়ের কাছাকাছি আমার এমন কোনো আত্মীয়ও নেই যার বাসায় থেকে আমি আপনার বিদ্যালয়ে আমার পড়ালেখা চালিয়ে যেতে পারি।এমতাবস্থায় বিদ্যলয়ের ছাত্রাবাসের একটি আসন আমার খুবই প্রয়োজন।
অতএব বিনীত প্রার্থনা যে,আমার অবস্থার কথা বিবেচনা করে বিদ্যাল্যের ছাত্রাবাসে আমাকে একটি আসন প্রদান করে আপনার বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র-
মুহাম্মদ করিম
শ্রেণি -নবম,রোল-০১,বিভাগ -বিজ্ঞান
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
Thank you very much.
উত্তরমুছুনit is nothing
উত্তরমুছুন